ঝড়বৃষ্টির সেই গভীর সন্ধ্যায় Flipbook PDF

ঝড়বৃষ্টির সেই গভীর সন্ধ্যায়

98 downloads 109 Views 75KB Size

Recommend Stories


Porque. PDF Created with deskpdf PDF Writer - Trial ::
Porque tu hogar empieza desde adentro. www.avilainteriores.com PDF Created with deskPDF PDF Writer - Trial :: http://www.docudesk.com Avila Interi

EMPRESAS HEADHUNTERS CHILE PDF
Get Instant Access to eBook Empresas Headhunters Chile PDF at Our Huge Library EMPRESAS HEADHUNTERS CHILE PDF ==> Download: EMPRESAS HEADHUNTERS CHIL

Story Transcript

ঝড়বৃি র সই গভীর স ায় মিণিজি র সান াল

েত ক শিনবােরর মেতা সিদনও

ানেচেট বেসিছল নুপুর, িঝমিল, দীপ ,পানু, মুি , খাকা, পাপু, বিন, হািন, িরি রা।

সিদন িছল এক বৃি মুখর িদন। আর স া থেক তু মুল ঝড়, বৃি । তবুও ওরা ফাঁিক দয়িন ওেদর কােজ, কারণ িতনজন কােছর মানুষেক ওরা কথা িদেয়েছ েত ক শিনবার যত সমস াই থাক, ওরা ওেদর কাজেক ফাঁিক দেব না, মােন মৃত িতন ব ি র সে ওরা কথা বলেবই। আসেল এই িতনজন ব ি

ওেদর জীবেনর সে

কােনা না কােনা ভােব জিড়ত। যমন

দীি , ইিন হেলন নুপুর, িঝমিল, দীেপর িদিদভাই। য িদিদভাইেয়র কােল বেস ওরা গ

নত িতিদন িবেকল বলায়।

চাটু ে ঠা মা, য িছল পাপু, মুি র ােণর পরশ। যমন বােঘর মেতা ভয় পত, আবার ােণর চেয়ও ভালবাসেত ঠা মােক। দুেগা পুেজার িবজয়ােত কত সু র নারেকেলর সে শ বানােতা ঠা মা। কত রকেমর য উৎসব থাকত বািড়েত, আর কত তার িনয়ম নীিত। ীে , বষা ধু নয়, বােরামাস ধের চলত নানান রকম পুেজা অনু ান। ম লচ ী, িবপদনািশনী, মা মনসা পূেজা আেরা কত িক! িক সু র িশরিন বানােতা বােরর পুেজােত। শিনবার তা িশরিন মা । তাছাড়াও নারায়ন পুেজা বা ল

ীপুেজােত িশরিন। দুধ, কলা, নারেকলেকারা, িচিন, সুিজ, সে শ আর নানান রকম ফল

িদেয় বানােনা হেতা এই িশরিন ঠা েরর িনেবদন

প। ঠা মা িতিদন একটা িবশাল বড় কাঁসার থালায় পাঁচ রকেমর ফু ল

গাল গাল কের ভাগ কের সািজেয় রাখত। জবা, নীলক , িশউিল, প আেরা কত িক! অন িদেক ইংেরিজেত কী সু র কথা বলেতা কা েসানা। িবেদশ থেক পাশ কের এেস কমন যন সােহব সােহব হেয় িগেয়িছল বিন, হািনর কা েসানা। বা ােদর সােথ মজা, হািস-ঠা া িনত নতু ন গ , ব াডিম ন খলা িক িছল না। আর কথায় কথায় হা হা কের হাসত। িত বা ার খুব ি য় িছল এই মানুষ । িঝমিল তা রীিতমেতা িবেদশীেদর মেতা কথা বলেব বেল িত িতনিদন অ র হািজর হেতা কা েসানার

ােট। কা েসানার

ােট কা েসানা একা থাকত,

কা েসানা িবেয় কেরিন। রা া কের িদত বা ু । থেম কােজর ছেল িহেসেব এেসিছল কা েসানার কােছ। রা া ছাড়াও ঘরছাড়া, ঘরেমাছা, বাসন মাজা সবিকছু করত। পের অবশ িনেজর ছেলর মেতাই হেয় গিছল। এরপর ু েলও যেত করল এবং কা েসানার অধীর আ েহ বশ ভাল রজা ও করেত লাগল।

িদন েলা কাটিছল ওেদর বশ ভালই। এই িতনেট মানুষ আবার কােনা না কােনাভােব েত েকর সে যু । এরা েত েক পাশাপািশ থাকত। তাই িঝমিলর িদিদভাই বা পাপুেদর ঠা মা বা বিনেদর কা েসানা যন েত েকরই িদিদভাই, ঠা মা বা কা েসানায় পিরণত হেয়িছল এেক অপেরর। িঝমিল, দীপ, নুপর ু এই িতন ভাই বান িমেল এক পিরবার। হািন, বিন, খাকা এই িতন ভাই বান িমেল আেরা এক পিরবার। অন িদেক পাপু, মুি , পানু এরা আবার িতন ভাই বান। িরি

ধু

এক ই স ান। এই চার পিরবার িছল পাড়ার মেধ এক আ া, এক াণ। অেনক েলা পিরবার িমেল একটা পাড়া, আবার অেনক েলা পাড়া িমেল ওেদর িনজ এক জমজমাট জীবন। িক হঠাৎ কের পাড়াটার মেধ অ ু ত একটা ঘটনা ঘটল।

এেকর পর এক মৃতু এেস যন াস করল পাড়াটার মেধ । সু দীি হঠাৎ কয়িদেনর ের মারা গল। অ ু ত ব াপার তার িকছু িদেনর মেধ ই কা েসানার হাট অ াটাক। আেরা অ ূ ত আ য ব াপার পাপুেদর ঠা মােক িঘের। িক রহস ময় তার মৃতু । িবষ খেয় আ হত া! ঠা মা এিসড খেয় ফেলিছল। কােরা কােরা ধারণা কউ জার কের ঠা মার গলায় এিসড ঢেল িদেয়িছল। ঠা মা হঠাৎ অ ািসড খেত গল কন? িক তার রহস তা মাথা ঘািমেয় িকছু েতই বর করেত পারিছল না পাড়া িতেবশীরা। অন িদেক কা েসানা তা িদিব সু , তাহেল কা েসানাই বা হঠাৎ মৃতু মুেখ ঢেল পড়ল কন? আর অমন সু র িমি দীি , তারই বা ওমন র হল কন? আর এই িতনজেনর মৃতু ই সবাইেক চমেক িদল। কা েসানা যিদও ওই পাড়ােত থাকত না। তার

াট একটু দূের হেলও বিশরভাগ সময়টাই ওেদর পাড়ােতই কাটত তাঁর। পাড়াটা কমন যন থমথেম িন

হেয় পড়ল। এক মােসর মেধ িতন িতনেট মৃতু , ভাবা যায়! ছাট-বড় েত েকর

মেধ কমন যন একটা আতে র সৃি হল। ঘর থেক বেরােত কমন যন ভয় লাগত। একিদন স ােবলা অ ু ত একটা ঘটনা ঘটল। ওেদর পাড়ার গিলর পাশটা বশ ফাঁকা ফাঁকা, পােশই একটা মাঠ। সে েবলা বিনরা পড়েত যাি ল ওেদর স ােরর বািড়। সিদন িছল শীতলা পুেজা। হঠাৎ ঐ মাড়টার সামেন আসেতই দখল একটা সু র মেয় লাল শািড় পের, বড় লাল প পের, হােত একটা থালা িনেয় কমন সু র ভােব দাঁিড়েয় আেছ, আর সই থালার মেধ িকছু ফু ল। একজন বলল, আের! শীতলা ঠা র য়ং আমােদর দখা িদেলন! একজন বলল, যা: ঠা র কাথায়? এ য একটা সু রী মেয়।

ওরা সামেন যেতই চমেক উঠল, আের এেতা িঝমিলেদর িদিদভাই দীি িদ! কী সু র হাসেছ িমটিমট কের। তাই দেখা ওরা ভেয় এেকবাের চু পেস গল। মুখ চাখ ঘালােট হেয় গল। এক জায়গায় সবাই দাঁিড়েয় পড়ল। গলার আওয়াজ ব হেয় এেলা। িদ ী বলল 'আমায়

ানচ ােট আনিব বল।'

ওরা ভেয় কাচু মাচু হেয় মাথা নেড় বলল 'হ াঁ আনব।' -- কথা বলিব তা? মজিদর কথায় ওরা ভেয় কাঁপেত কাঁপেত বলল ' বলব।'

ক তা?

--

এবাের ওরা আেরা ভয় পল। কােনারকম ভােব মাথাটা নাড়ােলা। ক আেছ, আিম খুব খুিশ হলাম। আসেল তােদর ছেড় থাকেত আমার য কত ক হয়। তারা সবাই কী সু র একসােথ

--

আিছস... তারপর হঠাৎ ওরা খয়াল করল সামেন য দীি িদ দাঁিড়েয়িছল স কাথাও নই। ভেয় কােরা মুখ িদেয় কােনা কথা বেরাে

না। কাথায় দীি িদ? কাথায় চেল গল? এত ণ তাহেল কােক দখিছলাম? কার সােথ কথা বলিছলাম?

ওরা কােনারকেম ওখান থেক ঘের িফের এেস কাঁদেত কাঁদেত বড়েদর সব কথা বলল িক ওেদর কথা কউই িব াস করল না।'

ক িকছু িদন পর ফু ল পাড়েত িগেয় মুি রা দখল ঠা মা গােছর তলায় দাঁিড়েয় আেছ আর বলেছ "আমায় ক মারল জািনস তারা? আিম তােদর সব বলেত চাই, আমায়

ানচ ােট আনিব বল? কথা দ..."

মুি আর পানু কেনা গলায় বলল " তামায় ডাকেবা, ক তামায় ডাকব..:এই বেল ঘের ছু েট িগেয় মা' ক ডেক আনেতই ওরা দখল গােছর তলায় কউ নই। মা রেগ িগেয় বলল "আর ক েনা এমন িমেথ বলেব না।" কউ ওেদর কথা িব াস করেছ না। অগত া িকছু িদন চু প কের থাকল। িক কী আ য! হঠাৎ ওরা একিদন িবেকলেবলা খলেত খলেত দূের ওই ফাঁকা গিলটার মেধ আবার চেল গল। পােশই উঁচু ঐ মাঠটা। সব ব ু রা ছিড়েয় িছ েয়। িরি আর হািন আেরা িকছু দূের যেতই খয়াল করল ক একজন ওেদর িদেক তািকেয় আেছ। আেরা একটু সামেন যেতই ওরা ি র হেয় দাঁিড়েয় পড়ল। অেনক চ া করেছ উে া হেয় ছু টেত িক িকছু েতই পারেছ না। কা েসানা মােঠর মেধ কমন রাজকীয় াইেল দাঁিড়েয় বলেছ " বা ু সিদন আমায় িক কেরিছল জািনস?

নিব তাহেল? আমায়

ানচ ােট আনিব বল? তােদর

সব কথা জানােত চাই। তােদর আসল সত টা জানা উিচত।" এই বেল কা েসানা কাথায় যন িমিলেয় গল। িরি সি ত িফের পল। পছন িফের িদকিবিদক

কােনারকেম হািনর দুেটা হাত ধের একটা জাের টান িদেতই হািন

ানশূন হেয় কােনারকেম ছু টেত লাগল।

ব ু েদর সােথ দখা হেতই সব কথা বলল। ওরা একটা জায়গায় ি র হেয় দাঁিড়েয় িনেজেদর মেধ বশ িকছু কথা আেলাচনা কের িনল।

ক করল বড়েদর সে এসব িবষেয় আর িকছু ই আেলাচনা করা যােব না। কাউেক িক ু আর বলা যােব না।

বািড়র কউই িব াস করেত চাইেছ না এসব িবষয়। িক

ানচ াট না করেল ওেদর আ ার শাি পােব না, আর মৃত

ব ি েক কথা িদেয়েছ ওরা, সুতরাং কথা রাখেতই হেব। আর জানেত হেব ওেদর মৃতু রহস । অেনক ভাবনািচ ার পর ক হেলা শিনবারই স ক িদন। ঐিদন মৃত ব াি রা তাড়াতািড় সাড়া দন।

ওরা সবাই িমেল পির ার জামা কাপড় পের স ােবলা এক জায়গায় হল। িন আেয়াজন করল

ানচ ােটর।

একটা ঘরেক পির ার কের মুেছ িনেয়

ক করাই িছল থমিদন আনা হেব দীি িদেক, তারপেরর শিনবার কা েসানােক, আর ক

তার পেরর শিনবার ঠা মােক। দখেত দখেত থম িতনেট স াহ ঘােরর মেধ কেট গল। েত েকই বলল ি তীয় িদন জানােব তােদর মৃতু রহস । এই মৃতু দাষীেদর শাি যত ণ পয না হে

াভািবক মৃতু নয়, আর ওেদর আ া তাই সবসময় ঘুের বড়াে

ওই পাড়ােত,

তত ণ ওরা এইভােব ঘুের িফের আসেব। ওরা চাখ মুখ লাল কের বলল 'নাম বেলা,

আমরা দাষীেদর নাম জানেত চাই।' েত েকর আ াই জানােলা 'আগামী শিনবার জানােবা খুিনর নাম।'' সইমেতা সই স ায় ওরা িমিলত হেলা আবার।কা েসানার বািড়র বা ু ও এেসিছল ওেদর একা আ ােন। আসেল কা েসানার মৃতু র পর বা ু তার ােমর বািড়েত চেল িগেয়িছল। আবার এেসিছল সবার সােথ দখা করেত। যাইেহাক ঘেরর মেধ সবাই েবশ কের দরজা, জানলা ব করল। মৃত িতন ব ি র ছিব সাজােনা িছল আেগ থেকই। মামবািত ালােনা হেলা িতনেট, ব কের দওয়া হেলা ঘেরর আেলা। হঠাৎ অঝের ব িবদু ৎ সহকাের বৃি আর হেলা। তত েন সিত সিত ই চারিদেক লাডেশিডং। ওরা চাখ ব কের মৃত ব ি েক

রণ করেত লাগল। িক ওরা আেগ থেক

ক কেরিন কােক

ডাকা হেব। আসেল আজ মৃত ব ি রা েত েকই আসেত চেয়িছল ওেদর কােছ তােদর মৃতু র স ক কারণ তু েল ধরেব বেল। ওরা য যার িনেজর লাকেক চাখ ব কের ডাকেত লাগল। আকােশ তত েণ বল ব িবদু েতর ঝলকািন, কােরা কােনা িকছু েতই খয়াল নই। অেঝার ধারায় আর তী বাতােসর ধা ায় দরজা জানলা খুেল যেত লাগল। বাইের গভীর অ কার। ধূমধাম আওয়ােজ ওরা চমেক উঠল। িতনেট মামবািতর মেধ দুেটা মামবািত তখন

লেছ। একটা অেনক আেগই িনেভ

গেছ। িকছু ণ পর আরও একটা িনেভ গল। আর মা একটা মামবািত, সই মামবািতটাও িনভেত িনভেত আবার েল উঠল, আর সই েল ওঠা মামবািতর ীণ আেলােত দখেত গল সারা ঘের বা ু নই। বা ু র জায়গায় বেস আেছ একটা আ ক াল...।

Get in touch

Social

© Copyright 2013 - 2024 MYDOKUMENT.COM - All rights reserved.